ছবি: সংগৃহীত
দলে ফিরেছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ নবি ও মুনিম শাহরিয়ারের মতো তারকারা। কিন্তু সিলেটের নাসুম আহমেদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল নোয়াখালী এক্সপ্রেসের কেউ। বাঁহাতি এই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানে অলআউট হয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নাসুমের ৫ উইকেটের সুবাদে পাওয়া সহজ লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে সিলেট টাইটান্স।
সোমবার বিপিএলের ম্যাচে নাসুমের তোপে মাত্র ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। এটি বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং এবারের আসরের সর্বনিম্ন।
টানা তিন হারের বৃত্ত ভাঙতে নামা নোয়াখালী ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাসুম আহমেদ তার ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট। তার শিকার হন সৌম্য সরকার (৬), হায়দার আলী (৫), মেহেদী রানা, জহির খান ও বিলাল সামি। নোয়াখালীর মাত্র দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন (২৫) ও হাবিবুর রহমান সোহান (১৮) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বাকি চার ব্যাটারই ফেরেন শূন্য রানে। মোহাম্মদ নবি ১০ বল খেলে করেন মাত্র ১ রান। সিলেটের হয়ে মোহাম্মদ আমির ও খালেদ আহমেদ ১টি করে উইকেট নেন।
৬২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে (১) হারায় সিলেট। তবে ওপেনার তৌফিক খান তুষারের ১৮ বলে ৭ চারে সাজানো ৩২ রানের ইনিংসে জয়ের পথ সহজ হয়ে যায়। জয়ের খুব কাছে গিয়ে তৌফিক, আফিফ হোসেন (২) ও জাকির হাসান (২৪) দ্রুত আউট হলে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। নোয়াখালীর জহির খান ৩ উইকেট নিয়ে খানিকটা ভীতি ছড়ান। তবে শেষ পর্যন্ত মঈন আলী (১*) ও আজমতউল্লাহ ওমারজাই (০*) অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ রানটি আসে জহির খানের ওয়াইড বল থেকে।
