বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় শুরু হলো প্রিন্সের শুটিং, শাকিব খান অংশ নিবেন শ্রীলঙ্কায়

বিনোদন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

শাকিব খানের আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। দেশের বাইরে শুটিং ও ভিসা জটিলতার কারণে আদেও শুটিং শুরু হবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সংশয় ছিল! তবে সব সংশয় কাটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ঢাকায় ‘প্রিন্স’-এর শুটিং শুরু হয়েছে।

সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। পরিচালকের পক্ষ থেকে জানানো হয় ঢাকায় চারদিন শুটিং করে বাকি কাজ শ্রীলঙ্কা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের অংশে শুটিংয়ে অংশ নেবেন, অন্যরা আজই শুটিংয়ে নিয়েছেন।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিস্কার করেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে তিন নায়িকা। তারা হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।