ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িতে কক্সবাজারের কোথায় কোথায় যাবেন, তা নিয়ে আলোচনা চলছে। কী কী কর্মসূচি নেওয়া যায় তা দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে। এর পরই দলীয়ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্সবাজার সফরসূচি চূড়ান্ত করা হবে।
আগামী রোববার ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। পরদিন রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে ওয়াসিম আকরাম নিহত হন।
ওয়াসিম চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ। চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা।
সিরাজগঞ্জেও যাবেন-
সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে , খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আগামী রোববার সিরাজগঞ্জ আসছেন তারেক রহমান। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ওই দিন বিকেল ৩টায় সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে সড়কপথে বগুড়া যাওয়ার পথে তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তারেক রহমানের সিরাজগঞ্জে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
