বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিপন-তানজিদে রাজশাহীর জয়, তিন দল শেষ চারে

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

তানজিদ তামিম ও ওয়াসেমের ওপেনিং জুটি।

আলো কেড়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন। ঢাকা ক্যাপিটালসের ঝড় তোলা ওপেনার উসামান খানকে তুলে নেন তিনি। পরের বলে আউট করেন বিশ্বকাপ দলের ব্যাটার সাইফ হাসানকে। চার উইকেট তুলে নিয়ে ঢাকার মাজা ভেঙে দেন।

ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করেন রিপন মন্ডল। তাদের গড়ে দেওয়া মোমেন্টামে দাঁড়িয়ে ঝড়ো ফিফটিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ২৩ বল থাকতে ৭ উইকেটে জিতিয়েছেন তানজিদ তামিম।

এই জয়ে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রাজশাহী। বিপিএলের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। রাজশাহীর সঙ্গে সেরা চার নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের।

অন্য জায়গার জন্য লড়বে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। সেক্ষেত্রে সমীকরণ হলো- রংপুর দুই ম্যাচের একটিতে জিতলেই শেষ চারে যাবে। রংপুর দুই ম্যাচেই হারলে এবং ঢাকা কিংবা নোয়াখালী দুই ম্যাচেই জিতলে এবং রংপুরের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকলে বাদ পড়বে লিটন দাস-মুস্তাফিজরা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে ১৩১ রানে অলআউট হয় ঢাকা। পাকিস্তানি ওপেনার উসমান খান ২৭ বলে ৪১ রান করে আউট হন। পাঁচটি চার ও দুই ছক্কা মারেন তিনি। ঢাকার পরের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। অধিনায়ক মিঠুন ১৬ বলে ১৩ রান করেন। নাসির হোসেন ২৭ বলে ২৪ রান তুলতে পারেন। ইমাদ ওয়াসিম ১১ বলে ১১ ও সাব্বির রহমান ১০ বলে ১৪ রান যোগ করেন।

জবাব দিতে নেমে রাজশাহী ৩৮ রানের ওপেনিং জুটি পায়। আবর আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১৩ বলে ২২ রান যোগ করেন। পরের গল্পটা তানজিদের। তিনি দলকে জয়ের কাছে নিয়ে ৪৩ বলে ৭৬ রান করে আউট হন। তার ব্যাট থেকে সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কার শট আসে। মুশফিক ১৯ বলে ১২ ও জেমি নিশাম ১০ বলে ১৪ রান করে ম্যাচ জেতান।

এর আগে প্রথমবার বিপিএলে সুযোগ পাওয়া রাজশাহীর পেসার গাফ্ফার ৪ ওভারে ২৪ রান দেন। হ্যাটট্রিক করা রিপন মন্ডল ৪ ওভারে ৩০ রান খরচা করেন। এর আগে বিপিএলে ১০ বোলার হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। স্থানীয়দের মধ্যে পেসার আল আমিন, স্পিনার আলিস ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী দু’বার ও মেহেদী রানা হ্যাটট্রিক করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।