শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা রুজু প্রক্রিয়াধীন: দুদক

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক আনিস আলমগীর। ছবি ফেসবুক থেকে নেওয়া

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার সাংবাদিক আনিসুর রহমান আলমগীরের (আনিস আলমগীর) বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে শিগ্‌গির মামলাটি দায়ের করবেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে গত ১৪ ডিসেম্বর আনিস আলমগীরকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়। আদালতের আদেশে তিনি বর্তমানে কারাগারে আছেন।

দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকার স্থাবর ও ৩ কোটি ৮৪ লাখ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ১৫ লাখ ৯০ টাকার টাকার। এই ব্যয়সহ তার নামে মোট অর্জিত সম্পদ ৪ কোটি ২৫ লাখ টাকার। সম্পদ অর্জনের বিপরীতে তার ৯৯ লাখ টাকার আয় পাওয়া যায়। এক্ষেত্রে তার নামে ৩ কোটি ২৬ লাখ টাকার সম্পদ পাওয়া যায় যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

অসংগতিপূর্ণ ওই অর্থের সম্পদ ভোগ দখলে রেখে তিনি দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে।

জানা গেছে, আনিস আলমগীর দৈনিক আজকের কাগজ, বৈশাখী টিভি ও আরটিভিতে দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি টেলিভিশন, চলচ্চিত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্বে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।