রাজধানীর নিউ মার্কেট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বটতলা ডাস্টবিন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি মুদ্রাসহ কুখ্যাত তিন মাদক কারবারিকে আটক করেছেন সেনাবাহিনী।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অজেয় চার আজিমপুর আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. পাভেল (২৭), মোহাম্মদ আলী (৫১) ও মো. আকাশকে (২৫) গ্রেফতার করা হয়েছে ।
তাদের কাছ থেকে ২.২ কেজি গাঁজা,২৬ পিস ইয়াবা ৬টি মোবাইল ফোন , একটি দেশীয় অস্ত্র; ২৪ হাজার ২৬৪ নগদ টাকা, ১ হাজার মেক্সিকান মুদ্রা; ১০ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা; ২ সিঙ্গাপুরি ডলার; ৫ হাজার ভিয়েতনাম মুদ্রা; ১০ ভারতীয় রুপি; ১৮ মালয়েশিয়ান রিঙ্গিত; ১ ব্রুনাই ডলার; ২টি এটিএম কার্ড এবং একটি ডামি পিস্তল জব্দ করা হয়।
সেনা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। পরে তাদেরকে উদ্ধারকৃত মালামালসহ নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউ মার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার স্বাধীন কাগজ কে জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
তিনি বলেন, আটকদের কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
