শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য কেউ বলছে না: শফিকুল আলম

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না। হয়তো বলত। আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি দুঃখ প্রকাশ করেছে? তারা যে গুম, খুন করেছে, সেটা তো সারা পৃথিবী জানে। তবে আওয়ামী লীগের লোকেরাও এবার ভোট দেবেন। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা– এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কার কথা আসছে ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে যারা ভিউ কামানোর জন্য এটা করছে। আমি বলব, নির্বাচন নিয়ে শঙ্কার কথা একেবারেই অমূলক।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কী পারে তা আমরা গত নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো, তার আগে হরতাল হলো। তারা দু’একটা ককটেল মারতে পারে। গির্জায় ককটেল মারল, বাসে ককটেল মেরে আগুন দিয়ে একজনকে মেরে ফেলল।

এদিকে একই দিন সকালে আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এ সময় তিনি উল্লেখ করেন, ‘‘পুরো পৃথিবীতেই সব দেশের সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনও ‘হ্যাঁ’ এর পক্ষ নেয়, কখনো ‘না’।

শফিকুল আলম বলেন, ‘আমরা তো সংস্কারের পক্ষে। দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন, তারা (বিগত সরকার) ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটে-পুটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।

এর আগে তিনি আখাউড়ার খড়মপুর হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতারা।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, মোহাম্মদ আরজু, মঞ্জুরুল আলম, এমদাদুল হক, আল-আমীন শাহীন, পিযূষ কান্তি আচার্য্য, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, মো. শাহাদৎ হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।