মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে বলেন, সোমবার মধ্যরাতে ধানমন্ডি থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির এই কর্মকর্তা বলেন, রাসেলের বিরুদ্ধে মোট ২৬০টি পরোয়ানা আছে। এর মধ্যে ৮০টি সাজা পরোয়ানা। আর শামীমার বিরুদ্ধে ১২৮টি পরোয়ানা আছে, যার ৩০টি সাজা পরোয়ানা। তারা সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ওই বছর ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
