শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না ইউনিট প্রধানরা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি ছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধানরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সংশ্লিষ্টদের এমন আদেশ দেওয়া হয়েছে। যেখানে পুলিশ সদরদপ্তরের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা গেছে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদরদপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির অনুমতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাব মহাপরিচালক, বিশেষ শাখার (এসবি) প্রধানসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, সব মহানগর পুলিশের কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সাধারণত ইউনিট প্রধানরা পুলিশ সদরদপ্তরের অনুমতি নিয়েই নিজের কর্ম–এলাকা ত্যাগ করেন, সেটাই নিয়ম। তবে ইদানিং কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম নজরে এসেছে। সে কারণেই এই চিঠি দেওয়া হয়েছে। এর সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।