বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাত আটক।

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৪, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের তুরাগ এলাকা থেকে ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। ঘটনাটির পরপরই সাভার মডেল থানায় মামলা করা হলে মামলাটি ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো— শহিদুল ইসলাম (ডাকাত দলের প্রধান), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন।

অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঢাকা জেলার উত্তর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বাকি ২০ লাখ টাকা উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। আদালতে চালান করে রিমান্ড আবেদন করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।