বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ সিমকার্ড ও ডিজিটাল প্রতারণার অভিযোগে ২ জন আটক 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে অবৈধ সিমকার্ড বাণিজ্য ও ডিজিটাল প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহিন হোসেন (৩১) এবং মো. শুভ (৩০)।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর দুটি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় ৪৬ বিগ্রেড (অজেয় চার) কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল।সেনা সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায়। সেখানে চক্রটির একজন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতাল সংলগ্ন এলাকায়, সেখান থেকে আরেকজনকে গ্রেফতার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ফিঙ্গারপ্রিন্ট ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অবৈধভাবে সিমকার্ড সক্রিয় করত। এসব সিম পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করা হতো বিভিন্ন অপরাধী গোষ্ঠী, অনলাইন প্রতারণা নেটওয়ার্ক এবং ব্ল্যাকমার্কেট ব্যবসায়ীদের কাছে।

জানা গেছে, এসব অবৈধ সিমকার্ড ব্যবহার করা হতো আর্থিক প্রতারণা, চাঁদাবাজি, বিকাশ জালিয়াতি, অনলাইন স্ক্যাম, হ্যাকিংসহ নানা সাইবার অপরাধে। সেনা সূত্র মতে, এই ব্ল্যাকমার্কেট সিমকার্ড বাণিজ্য বর্তমানে ঢাকায় সাইবার ও আর্থিক অপরাধের অন্যতম বড় উৎস হিসেবে কাজ করছে।

অভিযানে জব্দ করা হয় ব্যবহৃত সিমকার্ড ২০৬টি, নতুন সিমকার্ড ৯৪টি এবং সিম সেট হোল্ডার ১৯৩টি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয় কামরাঙ্গীরচর থানার ওসি গণমাধ্যম কে জানান,প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে। রিমান্ডের আবেদন করে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।