মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

বিশেষ প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন গল্প বলার নতুন হাতিয়ার— এমন বার্তাই উঠে এসেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মশালায়। “এআই ফর ডিজিটাল জার্নালিজম” শীর্ষক এ কর্মশালাটি সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, সহযোগিতা করে নেটকম লার্নিং বাংলাদেশ।

ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ও নেটকম লার্নিং বাংলাদেশের মেন্টর অমৃত মলঙ্গী কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন,“আপনাকে কেবল সাংবাদিক হলেই হবে না; আপনাকে গল্প বলার কৌশল জানতে হবে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদের মানোন্নয়ন ছাড়াও সংবাদ শিরোনাম ও সূচনা লেখা, এমনকি উপস্থাপনাও আরও কার্যকর করা যায়।”

অমৃত মলঙ্গী শিক্ষার্থীদের ভালো ও খারাপ প্রম্পটের পার্থক্য তুলে ধরে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তাকে ফলপ্রসূ করতে হলে তাকে প্রেক্ষাপট বুঝিয়ে দিতে হয়। তবে এর মাধ্যমে পাওয়া তথ্য অবশ্যই সাংবাদিকদের যাচাই করে নিতে হবে, কারণ প্রযুক্তি নয়, নিয়ন্ত্রণ থাকতে হবে সাংবাদিকের হাতে।”

নেটকম লার্নিংয়ের প্রশিক্ষক মো. তানভিন খান শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য এআই টুলস পরিচয় করিয়ে দেন এবং এগুলোর শিক্ষাব্যবস্থায় কার্যকর ব্যবহারের পরামর্শ দেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং এআই-নির্ভর সংবাদজগতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিভাগের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি নতুন কোর্স চালুর প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও শবনম জান্নাত, প্রভাষক সোহেল হোসেন ও ফারিয়া জাহান, এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।