মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবহেলায় মৃত্যু আসগর আলীর ৩ চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীর মৃত্যুর ঘটনায় ‘চিকিৎসায় অবহেলার’ অভিযোগ এনে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তকির আদালতে ওই বেঞ্চ সহকারীর স্ত্রী মোছা. শারমিন আফরোজ ওরফে লাবনী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন-আসগর আলী হাসপাতালের হেড অব অপারেশন এ.কে.এম মোরশেদ আহমেদ চৌধুরী, ডাক্তার মো. মতিউর ইসলাম, আইসিইউ সংশ্লিষ্ট চিকিৎসক, এডমিশন ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিস প্রতিনিধি, বিল সেকশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট কাস্টমার ম্যানেজার। এছাড়া আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় শারমিন আফরোজ অভিযোগ করেন, শরীরে জ্বর নিয়ে গত ৫ অক্টোবর রাত ২ টার দিকে ইখতিয়ার রহমানকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬ অক্টোবর রাত ১১ টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।