বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে চাঁদাবাজ, দুর্নীতি,মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন 

নাটোর প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বে একটি জনসভায় আয়োজন করা হয়েছে।এই সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মো. রফিকুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলাম আগামি নির্বাচনে ক্ষমতায় আসলে জনগণের সব ধরনের প্রত্যাশা পূরণের বদ্ধপরিকর। এছাড়াও দুর্নীতি, মাদকমুক্ত দেশ গড়তে নিরলসভাবে কাজ করবেন। দুর্নীতি না করে ৫ বছরের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। একটি দল ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়েছে, এমনকি পাথরও খেয়ে ফেলেছে। তারা বলে মাঠে জামায়াতের ভোট নেই।

জনগণকে আশ্বস্ত করে আরও বলেন,ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচনে বিপুল ভোটে জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। এতে জামায়াতের ভিত আরও মজবুত হয়েছে। পি.আর পদ্ধতিতে নির্বাচন হলে, প্রাপ্ত ভোটের অনুপাতে কিছু আসন পেতেন। তাই দ্বিধাদ্বন্দ্ব নয়, পি.আর পদ্ধতিতে নির্বাচনে আসুন। জামায়াত জুলাই সনদ ও পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এলাকার এম.পি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম দাড়ি-পাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।

শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। বনপাড়া পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আওয়াল মমিনের সঞ্চালনায় ও বড়াইগ্রাম উপজেলা জামাযাতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আবু বকর সিদ্দিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের অন্যান্য সদস্য কর্মীসমর্থকরা । জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে জনসভা কে স্বার্থক করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।