শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরী করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে, তারা তো নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করছে না। এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, ‘আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান?’ এনসিপি বলেছে, ‘আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।’ আগেভাগে ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তার ভিত্তিতেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা আরও বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবছে। তিনি আরও বলেন, দেশে যদি পরিবর্তন না আসে, তাহলে নির্বাচন দিয়ে কি হবে। গণতন্ত্র মঞ্চ সেই নির্বাচনের কথা বলে না।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চ নির্বাচনের প্রস্তুতি আমরা অব্যাহত রেখেছে। আমরা ইতোমধ্যে ১৩৮ জনের প্রার্থিতা ঘোষণা করেছি। আশা করছি, অল্পদিনের মধ্যে ৩০০ আসনে গণতন্ত্র মঞ্চ তার স্বাধীন জায়গা থেকে আমরা প্রার্থিতা ঘোষণা করতে পারবে। আমাদের গণসংযোগের কাজ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমরা বিএনপির সঙ্গেও একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করতে চাই।

তিনি বলেন, আমরা আগামী জাতীয় নির্বাচন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অধীনে আমরা করতে চাই। কিন্তু আপনাকে তো সে আস্থাটা অর্জন করতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সংস্কার এবং নির্বাচন এখন অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। যদি কেউ নির্বাচনকে বানচালের তৎপরতা করে, তার মানে হলো তারা দেশের গণতান্ত্রিক উত্তরণকে পিছিয়ে দিতে চায়। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যদি অর্থনীতির দিকে তাকাই, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো, এদেশের অর্থনৈতিক ব্যবস্থার ঘুরে দাঁড়াতে হলে যে নতুন বিনিয়োগ এবং পরিস্থিতি দরকার, সেখানে নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। অর্থাৎ আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বোপরি আমাদের গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।