রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) নিয়মিত অভিযানে চিহ্নিত মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাজারীবাগ থানার একাধিক টিম একযোগে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন আস্তানায় ঝটিকা অভিযান চালায়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জনই চিহ্নিত মাদক কারবারি। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এসব আসামির বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে।
পাশাপাশি পুরনো ও নিয়মিত মামলায় আরও ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে, যাদের বিরুদ্ধে আগে থেকেই আইনগত প্রক্রিয়া চলমান ছিল।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান, এলাকায় অপরাধ ও মাদকের প্রভাব কমাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, হাজারীবাগকে অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
