বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডা. তাসনিম জারা। ফাইল ছবি

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে আপিলের শুনানিকালে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে ইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ জানুয়ারি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন ডা. তাসনিম জারা।

গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ তিনি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায়, ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।