বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও হামলার আশঙ্কা, ছায়ানটের সামনে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ছায়ানটের সামনে আবারও হামলার শঙ্কায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বাঙালি সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন ছায়ানটের সামনে আবারও হামলার শঙ্কায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে এমন কড়া নিরাপত্তার চিত্র দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ছায়ানটে যেন পুনরায় কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার সকাল থেকে ছায়ানটের সদস্যরা ভবনের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। তবে জুমার নামাজের আগে ছায়ানটের সব সদস্যকে ভবন ত্যাগ করতে দেখা যায়।

ছায়ানটের সদস্যদের মধ্যে আশঙ্কা রয়েছে, জুমার নামাজের পর আবারও হামলার ঘটনা ঘটতে পারে। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত সবাইকে ছায়ানট ভবন থেকে চলে যেতে বলা হয়েছে।

এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, গতকাল রাতে ছায়ানটসহ যেসব জায়গায় হামলার ঘটনা ঘটেছে, সেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছায়ানটে আবারও যেন কোনো হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।