রাজধানীর উত্তরার একটি করপোরেট অফিসের ভল্টরুম থেকে নগদ এক কোটি টাকা চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপকমিশনার মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- রাশেদ নিজাম (৩৭) ও সাইদুর রহমান (৪৩)।
গ্রেফতার রাশেদ নিজাম প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম থানাধীন জগতপুরের মীর হোসেনের ছেলে। সাইদুর সাভার বাজার রোড এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত উইন্ডি গ্রুপের করপোরেট অফিসের ভল্টরুম থেকে নগদ এক কোটি টাকা চুরি হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অভিযুক্তদের আসামি করে মামলা করেন।
এরই ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার মূল আসামি রাশেদ নিজামকে নগদ ৩০ লাখ টাকাসহ রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি সাইদুর রহমানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় সাইদুর রহমানের কাছ থেকে প্রায় ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিরা আগে থেকেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য জানত। সেই সুযোগেই তারা পরিকল্পিতভাবে ভল্টরুমের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটিয়ে নগদ অর্থ আত্মসাৎ করে।
উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত চুরি। তদন্তে আসামিরা দীর্ঘদিন ধরে অফিসের অভ্যন্তরে কাজের সুবাদে টাকার অবস্থান ও সময় সম্পর্কে জানত।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপি উত্তরা বিভাগের ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, চুরি হওয়া অর্থের বাকি অংশ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই অবশিষ্ট টাকা উদ্ধার করা সম্ভব হবে। এ সময় অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি।
