বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান: এজন্য শাহবাগ আন্দোলনকারীদের বিরতি

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে থাকবেন না আন্দোলনকারীরা।

শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ১২টার পর আবার তারা শাহবাগ মোড়ে অবস্থান নেবেন।

ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারাদেশের জনতাকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লেকচার থিয়েটার, ভিসি চত্বর ও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবরোধ করে ইনকিলাব মঞ্চ। মিছিলে শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।