রাজধানীর কদমতলী এলাকায় মো. সাহাবুদ্দিন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মুরাদপুর আদর্শ রোডে এ ঘটনা ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন সাহাবুদ্দিন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। হত্যার প্রকৃত কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
