শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল ভোরে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম গণমাধ্যম কে বলেন, রকি হত্যার ব্যাপারে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন। এলাকার বখাটে ছেলেদের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল। তিনি পুলিশের সোর্স ছিলেন না, কিন্তু হয়তো সোর্স পরিচয়ে কাউকে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন– এমনটা শোনা যাচ্ছে। এ রকম কথায় ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে জড়িত পাঁচ-ছয়জনের নাম জানা গেছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র জানায়, কামরাঙ্গীরচরের বড়গ্রামে মামার বাড়িতে থাকতেন রকি। তিনি কেরানীগঞ্জের একটি মুদি দোকানের কর্মচারী। সোমবার রাত পৌনে ৪টার দিকে মাতব্বর বাজার হারিকেন ফ্যাক্টরি এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রানা জানান, রকি বাসায় ফেরার পথে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তিনি নিরাপদ জায়গায় যেতে দৌড় দিলে অজ্ঞাতপরিচয় একজন তাঁকে ছুরিকাঘাত করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তাঁর দুই ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তাঁর বাড়ি মাদারীপুর সদরের দুধখালী গ্রামে। বাবার নাম আবু সাঈদ। নিহতের বাবা হাসপাতালে সাংবাদিকদের জানান, খবর পেয়ে হাসপাতালে এসে ছেলের মৃতদেহ দেখতে পান।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতেরএক বন্ধুর সম্পৃক্ততার তথ্য মিললেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ছিনতাইকারীর কবলে পড়ে আহত যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপের কর্মচারী জাকির হোসেন আহত হয়েছেন। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। গতকাল ভোরে বধূয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সকাল ৬টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন।

আহত জাকির ফরিদপুর সদরের ফতেপুর এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি সায়েদাবাদ জনপদ মোড়ে চাঁদপুর ভিলায় ভাড়া থাকেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মোক্তার হোসেন জানান, বধূয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই ছিনতাইকারী জাকিরের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে ডান পা ও পিঠে আঘাত করে তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।