মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাতে শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকায় ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০), আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮), রুজিনা বেগম (৩০), পাখি বেগম (৩২), সুমি আক্তার (১৮), এবং বলরামপুর এলাকার মোঃ মাহবুব আলম প্রকাশ মাসুম (৪৫)।

এর আগে শনিবার দুপুরে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি গ্রেফতার করতে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা এবং যানবাহন ভাঙচুর চালায় মাদক কারবারিরা।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলা এবং পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।