বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে এক বিয়ে, ৭৫ মিনিটে এক বিচ্ছেদ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: নিউইয়র্ক টাইমস

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি বিবাহবিচ্ছেদ বা তালাক হচ্ছে। ২০২৫ সালের নভেম্বর মাসের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র তুলে ধরেছে দেশটির বিচার মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ জানায়, শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক কার্যসম্পাদন প্রতিবেদনের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে। এতে বিয়ে, তালাক, পুনর্মিলন, আইনি নোটিশ এবং ইসলাম গ্রহণসংক্রান্ত লেনদেনসহ বিপুলসংখ্যক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোট ১ হাজার ২৫২টি বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত লেনদেন নথিভুক্ত হয়েছে, যা দিনে গড়ে ৪২টি। এর মধ্যে ১ হাজার ১৪৩টি ছিল বিয়ের চুক্তি, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টি বিয়ে। যা গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব বিয়ের মধ্যে কুয়েতি দম্পতিদের বিয়ে ছিল সবচেয়ে বেশি-৭৩ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া অ-কুয়েতি দম্পতিদের বিয়ে ছিল ১৬ দশমিক ২ শতাংশ। কুয়েতি পুরুষ ও অ-কুয়েতি নারীর মধ্যে বিয়ে ছিল ৮ দশমিক ২ শতাংশ, আর অ-কুয়েতি পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ে ছিল ২ দশমিক ৩ শতাংশ।

ওই মাসেই আবার ৫৯৫টি বিবাহবিচ্ছেদ বা তালাক নথিভুক্ত করা হয়েছে। গড়ে প্রতিদিন ২০টি তালাক, অর্থাৎ প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাকের ঘটনা ঘটেছে।

১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নিবন্ধিত হয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন ৩ দশমিক ৬টি চুক্তি হয়েছে। এসব চুক্তির মধ্যে কুয়েতি স্বামী ও কুয়েতি নন এমন স্ত্রীর মধ্যে চুক্তিই সর্বাধিক, যার হার প্রায় ৫৪ শতাংশ। তবে কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়নি।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, বিয়েসংক্রান্ত লেনদেনের প্রায় ৭৪ শতাংশ আদালতের রায় অনুযায়ী পরিচালিত হয়েছে। এ ছাড়া তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির প্রায় ৮২ শতাংশ বিদেশে নথিভুক্ত হয়েছে, যেখানে শরিয়া নোটারাইজেশন বিভাগের মাধ্যমে ছিল প্রায় ১৮ শতাংশ।

অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসে ৫৯৫টি তালাকের মামলা নথিভুক্ত হয়েছে। কুয়েতি দম্পতিদের মধ্যে তালাকের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। সূত্র: গালফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।