বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: ফাইল
ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে তারা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করছেন। বৃহস্পতিবার রাজধানীর পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই পক্ষের এই সভা শুরু হওয়ার কথা জেনেছে সমকাল।
জানা গেছে, বৈঠকে আইসিসির বৈঠকের বিষয়টি ক্রিকেটারদের সামনে তুলে ধরা হবে। ভোটাভুটির ফলাফল অবহিত করা হবে। একই সঙ্গে নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত এবং তারা ভারত সফরে যেতে ইচ্ছুক কিনা, সেটি সরাসরি শুনবেন ক্রীড়া উপদেষ্টা।
ক্রিকেটারদের সূত্রে জানা গেছে, তাদের ইচ্ছা বিশ্বকাপ খেলা। বৈঠকে ক্রিকেটাররা একজোট হয়ে ক্রীড়া উপদেষ্টার কাছে তাদের বিশ্বকাপে খেলার আগ্রহের কথা জানাতে পারেন। বৈঠকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল ক্রিকেটারকে ডাকা হয়েছে। যে কারণে টি-২০ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটারের বাইরে টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত এবং ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী মিরাজ আছেন বৈঠকে। আছেন জাতীয় দলের স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
বুধবার আইসিসি এক বোর্ড সভা করে জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের কোন নিরাপত্তা ঝুঁকি নেই। যে কারণে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিষয়টি আজকের মধ্যে জানানোর সময় বেধে দিয়েছে আইসিসি। আইসিসির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
