সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে দলীয় নেতাকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে হাসপাতালের সামনের সড়কে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দৃশ্য দেখা যায়। এছাড়া এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের কথা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
চোখে দেখতে না পেলেও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিজ কানে শোনার জন্য ধামরাই থেকে এসেছেন বিএনপির কর্মী ও মুদি ব্যবসায়ী ইব্রাহীম আলী।
অন্যদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে এসেছেন রবিউল ইসলাম। এর আগে একবার আসলে আজকে আবার এসেছেন নেত্রীর খোঁজ নিতে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।
