শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সঙ্গে ৬ চিকিৎসকসহ ১৪ জন যাচ্ছেন লন্ডনে

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৪, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে। তার সঙ্গে আরও ১৪ জনের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ তালিকায় মোট ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকা অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকা।

তালিকায় দেখা যায়, খালেদা জিয়ার পুত্রবধূ সায়দা শামীলা রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও সফরে যুক্ত থাকছেন।

চিকিৎসা সহায়তার জন্য রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। তারা হলেন- ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য- হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফরে থাকবেন। গৃহসহায়ক হিসেবে ফাতেমা বেগম ও রূপা শিকদারকে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।