শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

রায়েরবাজার কবরস্থান- ফাইল ছবি

গত বছরের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতপরিচয়দের শনাক্ত করতে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে কবরস্থান পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট। শিগগিরই লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্ত শুরু হবে বলে জানা গেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, লাশ তোলার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে কয়েকদিন ধরেই সেখানে যাচ্ছে সিআইডির দল। যেদিন লাশ তোলা শুরু হবে তার আগে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে।

সিআইডি সূত্র জানায়, কবরস্থানে সিআইডির তাবু স্থাপন করা হচ্ছে। সেখানে লাশ তুলে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়ায় এক মাস বা তার বেশি সময় লাগতে পারে। এ কাজে সহায়তার জন্য বিদেশ থেকে প্রথম সারির ফরেনসিক বিশেষজ্ঞ দল আনা হবে।

জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। তাদের দাফনের স্থানটি সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

এর আগে পুলিশের আবেদনের ভিত্তিতে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শহীদদের পরিচয় শনাক্ত করতে লাশ তোলার অনুমতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।