শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে প্রচারণাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৩৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারণাকালে তিনটি পৃথক স্থানে হামলা ও মটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

রোববার সন্ধায় উপজেলার রাখালিয়াচালা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও মাটিকাটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের লোকজনের অভিযোগ ধানের শীষের প্রচারণা করতে গেলে মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর লোকজন তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে এবং বহরে থাকা ১৫ থেকে ২০টি মটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মেয়র মজিবুর রহমানের সমর্থকরা প্রচারণা করতে গেলে মনোনয়ন বঞ্চিত গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহম্মেদের লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে ধাওয়া-পালটা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অনেক লোক আহত হন।

তারা আরও জানান, এ সময় আতঙ্কিত হয়ে লোকজন দিগবিদিক ছুটাছুটি শুরু করে এবং মুহূর্তেই আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

বিএনপির মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌর সভার সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, আমার নেতাকর্মীরা প্রচারণা চালাতে গেলে ইশরাক সিদ্দিকীর লোক তাদেরকে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে প্রচারণা করতে চাইলে তারা আমার নেতাকর্মীদের ওপর হামলা করে এবং ১১টি মটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ইশরাক আহাম্মেদ সিদ্দিকীর সমর্থক কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার ওই অভিযোগ অস্বীকার করে বলেন, মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থীর তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।