বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলি করে হাফেজের টাকা ছিনতাই 

ফটিকছড়ি প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন হাফেজ মো. রমজান আলী (৪২) নামে এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাফেজ মো. রমজান আলী ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোয়াজ্জমপাড়ার গনি মেম্বার বাড়ির হারুনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে রাবার ড্যাম এলাকায় স্টেশনারির ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রমজান বাড়ি ফেরার পথে রাবার ড্যাম এলাকায় পৌঁছলে মোটরসাইকেল করে আসা কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে। পরে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান চৌধুরী শিপন বলেন, রমজান আলী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা গতিরোধ করে পায়ে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে ভূজপর থানার ওসি মাহাবুবুল হককে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজকে ফোন করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।