বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের টাকাসহ আটক যশোর জেলা শিক্ষা অফিসার

যশোর জেলা প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গ্রেপ্তার যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। ছবি-সংগৃহীত

ঘুষের টাকা নিয়ে ফেঁসে গেলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ওত পেতে ঘুষের টাকাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। টিমের সদস্যরা তাঁর অফিসের ড্রয়ার থেকে ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করেন।

ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারের পর দুদকের যশোর কার্যালয়ে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।

সম্প্রতি যশোরের মো. নূরুন্নবী নামে এক ব্যক্তি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে পেনশন ও বেতন সমতাকরণ নথি আটকে রেখে ঘুষ দাবির একটি লিখিত অভিযোগ দুদকে জমা দেন। পরে দুদক বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করে অভিযোগের সত্যতা পায়।

এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যশোর কার্যালয় থেকে ঘুষের টাকাসহ ওই কর্মকর্তাকে আটকে প্রক্রিয়া শুরু করে। পরিকল্পনা অনুযায়ী আজ বিকেল সাড়ে চারটায় শিক্ষা অফিসার আশরাফুল আলমের অফিস কক্ষে উপস্থিত হয়ে দাবি করা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন নূরুন্নবী। ওই কর্মকর্তা টাকা হাতে নিয়ে তাঁর অফিস টেবিলের ড্রয়ারে রাখেন। অভিযোগকারী এই সংবাদটি দুদক ফাঁদ টিমের সদস্যদেরকে গোপনে জানানোর সঙ্গে সঙ্গে তারা অফিসে উপস্থিত হয়ে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামির অফিস টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ওই টাকা জব্দ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।