রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দুষ্কৃতকারীর তালিকায় থাকা ৩৩০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ, নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ৩৩০ ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা করে নগরীতে তাদের প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আজ শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বর্তমানে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত এসব দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে প্রবেশ বা অবস্থানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে সতর্ক করা হয়েছে। ১২ পৃষ্ঠার এই তালিকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যদের নাম রয়েছে।

তালিকার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু।

এ ছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এবং আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি আফতাব উদ্দীন গণমাধ্যম কে বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে লক্ষ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ