বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত ট্রেনে যাত্রীকে অজ্ঞান করে টাকা–ফোন হাতিয়ে নেওয়ার সময় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। এর আগে তারা দুই যাত্রীকে চেতনানাশক ওষুধ মেশানো জুস খাইয়ে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন– আবদুল করিম, মো. মোস্তফা, আজিজুল হক, মো. ইয়াসিন ও বিল্লাল খান।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন গণমাধ্যম কে বলেন, ভোর ৪টা ১০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে দায়িত্বরত রেল পুলিশ এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা শাহীনুর আলম অন্তর ও জসিম উদ্দিন নামের দুই যাত্রীকে চলন্ত ট্রেনে জুস খাইয়ে অচেতন করেন। এরপর টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অচেতন করার ট্যাবলেট, চেতনানাশক পাউডার রাখার বোতল ও লুণ্ঠিত আড়াই হাজার টাকা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।