শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ফাঁড়ি ও বক্সে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। শনিবার বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে সদর থানার ওসি নূরে আলম বলেন, শুক্রবারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগর দায়েকৃত মামলায় এজাহার নামীয় ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ চেকপোষ্ট এড়িয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই ব্যক্তি। এ সময় বিক্ষুব্ধরা ‘পুলিশের তাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মারা যাওয়ার অভিযোগ’ তুলে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।