শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছেলে শাপলা কলির প্রার্থী, ধানের শীষে ভোট চাইলেন বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও বাবা সক্রিয়ভাবে প্রচারে নেমেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে। এতে এলাকায় আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, তাঁর বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।

এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতিতে তাঁর আদর্শ ও অবস্থান সুস্পষ্ট। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন সম্ভব নয়। বাবা হিসেবে ছেলের জন্য তিনি দোয়া করেন বলেও জানান।

এনসিপির প্রার্থী মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বাবার বক্তব্যের বিষয়টি তিনি জেনেছেন। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।