বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাওয়াদ-তামিমদের তিনশ’ ছোঁয়া লক্ষ্য দিল আফগান যুবারা

অনলাইন স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-আফগানিস্তান যুবা এশিয়া কাপের টস। ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন আফগানিস্তানের ফয়সাল সিনোজাদা। তার ব্যাটে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরারদের সামনে এখন বড় রান তাড়ার চ্যালেঞ্জ।

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় আফগান যুবারা। সেখান থেকে দ্বিতীয় উইকেটে ৬৬ ও তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে বড় রানের পথে পা বাড়ায় দলটি। ওপেনার উসমান সাদান ৩৪ ও তিনে নামা ফয়সাল ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি চার ও চারটি ছক্কার শট আসে।

মিডল অর্ডারের উজাইরুল্লাহ নিয়াজাই ৫৫ বলে ৪৪ এবং আজিজুল্লাহ মিয়াখিল ৩৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। স্লগে ১৬ বলে ২৬ রান যোগ করেন আব্দুল আজিজ।

আফগান যুবাদের সামনে সাত বোলার ব্যবহার করেও সেভাবে সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। পেসার ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৮ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট দখল করেন। এছাড়া সাদ ইসলাম, সামিউল বাশির ও রিজান হোসেন একটি করে উইকেট নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।