নীলফামারীর কিশোরগঞ্জে জামাতার প্রাইভেট কারের ধাক্কায় এন্তাজুল (৫৫) নামে শ্বশুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত এন্তাজুল ওই গ্রামের মৃত আজগার আলীর ছেলে।
অভিযুক্ত আবু তাহের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের মাজেদুলের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের মেয়ে রেবেকার (২৫) সঙ্গে ২ বছর আগে তাহেরের বিয়ে হয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ৪ দিন আগে বাবার বাড়িতে আশ্রয় নেন রেবেকা। শুক্রবার বিকালে তাহের শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে যেতে জোর করে ব্যক্তিগত কারে তোলেন। এ সময় কারের সামনে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে যেতে বাধা দেন এন্তাজুল। এতে ক্ষিপ্ত হয়ে তাহের তার শ্বশুরের গায়ের ওপর দ্রুত বেগে কার নিয়ে যাওয়ার চেষ্টা চালান। ধাক্কা লেগে ঘটনাস্থলেই এন্তাজুলের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা তাহেরকে অবরুদ্ধ করে থানায় খবর দেন।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরুদ্ধ তাহেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
