বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক 

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার জার্মান দূতাবাসে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অফ মিশন আঞ্জা কার্স্টেন এবং রাজনৈতিক কর্মকর্তা শার্নিলা কবির। সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর আলোকপাত করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা পরবর্তী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ব্যাপকভাবে গ্রহণযোগ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা গণমাধ্যমকে বলেন, আজ (বুধবার) জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৯ সালে জার্মানিতে রাষ্ট্রপতি রিচার্ড ভন ওয়েইমারের সাথে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য তার প্রচেষ্টা সম্পর্কেও অবহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।