বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদপুরে জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতের দিকে দোকানের শাটার ও কেচি গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

দোকানটির মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখতে পান কেচি গেট ও শাটারের তালা ভাঙা। এরপর দোকানের ভেতরে ঢুকে তিনি দেখতে পান ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ সমস্ত স্বর্ণ ও রুপা লুট হয়ে গেছে।

তিনি আরও জানান, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধক রাখা ২০ ভরি স্বর্ণ, মোট ৭০ ভরি স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৬০০ ভরি রুপা, স্বর্ণ কেনাবেচার রশিদসহ সিন্দুক নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

চুরি হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা, রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা—সব মিলিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে গ্লাস ভাঙে, পরে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে বেরিয়ে যায়। ফুটেজে আরও দেখা যায়, চোরেরা কিছুক্ষণ দোকানের ভেতরে অবস্থান করার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ লুটের মাল নিয়ে পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একাধিক তদন্ত টিম গঠন করে কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরচক্র শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।