মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদকসহ ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ছাত্রদলে যোগদান করছেন শিবিরের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল অর্ধশতাধিক কর্মীসমর্থক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা ছাত্রদলে যোগদান করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশসহ ছাত্রদলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, ইসলামী ছাত্রশিবিরের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ঠিকানায় এসেছে।

তিনি বলেন, নতুন সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গঠনে ভূমিকা রাখবে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশ বলেন, রোববার রাতে সাবেক শিবির নেতা মো. রুবেলের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দেয়।

ছাত্রদলে যোগ দেওয়া মো. রুবেল জানান, ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর কিছু বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। ছাত্রদলে যোগদানের পর তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

মো. রুবেল পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

খাগড়াছড়ি আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী বলেন, রুবেল একসময় ছাত্রশিবিরের সঙ্গে জড়িত থাকলেও এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক নেই। তাকে বিভিন্ন অভিযোগ ২০২৪ সালে শিবির থেকে বহিষ্কার করা হয়েছে। হাতে গোনা কয়েকজন বিএনপিতে যোগ দিলেও এতে নির্বাচনে আমাদের দলের কোনো ক্ষতি হবে না।

এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, এ খবর মিথ্যা। মো. রুবেলকে বিভিন্ন অভিযোগে ২০২৪ সালে বহিষ্কার করা হয়েছে। তিনি আগে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তার সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।