শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়

লাইফ স্টাইল ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায় ছবি : সংগৃহীত

শীতের শুরুতেই ফোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এই সমস্যার কারণে শুধু যে আপনার সৌন্দর্যই নষ্ট হয়, তা নয়। এটি অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়ায়। তাই ঠোঁট ফাটা প্রতিরোধ করা জরুরি। ঠোঁটের যত্ন নেওয়ার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। প্রয়োজন নেই তেমন কোনো খরচেরও। ঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে আপনি খুব সহজেই ঠোঁটের যত্ন নিতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক ফাটা ঠোঁট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়-

পর্যাপ্ত পানি পান সব সময় ত্বকের জন্য উপকারী। এটি ঠোঁটের যত্নেও বেশ কাজে দেয়। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।

ঠোঁট ফাটার সমস্যা দূর করতে মাখন বেশ কাজে দেয়। সময় পেলে ঠোঁটে মাখন মাখতে পারেন। আর যদি রক্ত পড়া বা জ্বালা-পোড়ার সমস্যা হয় সে ক্ষেত্রে মাখন হালকা গরম করে মাখলে আরাম পাওয়া যায়।

চেষ্টা করুন প্রতিদিন গোসলের আগে ঠোঁটে মধু মাখিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে। এতে ঠোঁটের নরমভাব ঠিক থাকবে।

রাতে ঘুমানোর আগে ঠোঁটে দুধের সর মাখতে পারেন। এটি ঠোঁট ফাটা দূর করবে ত্বকের সুস্থতায় অ্যালোভেরা বরাবরই বেশ জনপ্রিয়। ঠোঁটের যত্নেও এটি বেশ উপকারী।

অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়ে সেটি ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট মোলায়েম ও ফাটা নিমেষে দূর হবে

শীত এলে প্রায় সবার ঘরে অলিভ অয়েল থাকে। এটি আপনার শরীরের ত্বকের মতো ঠোঁট ফাটা দূর করতেও কাজে দেবে।

ঘি ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘ই’ ও ‘কে’ সরবরাহ করে। দিনের যেকোনো সময় ঠোঁটে ঘি দিয়ে মালিশ করলে শুষ্কতা দূর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।