বুশরা আফরিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান ‘হিট অফিসার’ ও সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক উপ-পরিচালক মো. সাইদুজ্জামান নন্দন। দুদক সূত্রে এ খবর জানা গেছে।
দুদক জানায়, হিট অফিসার হিসেবে তার নিয়োগ, তার বাবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ সম্পর্কে তার কাছ থেকে নানা তথ্য জানতে চাওয়া হয়। তিনি দুদকের জানতে চাওয়া সব তথ্য শিগ্গির লিখিতভাবে জমা দেবেন বলে জানিয়েছেন।
মশা নিয়ন্ত্রণের রাসায়নিক স্প্রে করার সরঞ্জাম কেনা ও অন্যান্য ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগও রয়েছে বুশরার বিরুদ্ধে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আদালত বুশরা আফরিনসহ তার মা, বাবার ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন।
