খুলনার ডুমুরিয়ায় গুলি করে সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে আবদুল গফুর মোল্লা (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আড়ংঘাটা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা আদালতে পাঠানো হয়েছে তাঁকে।
আবদুল গফুর মোল্লা ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের শলুয়া গ্রামের বাসিন্দা। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে দুর্বৃত্তরা গুলি ছোড়ে হত্যা করে সাংবাদিক ইমদাদুল হক মিলনকে। খুলনা থেকে প্রচারিত বর্তমান সময় ডটকম নামের একটি অনলাইন পোর্টালে তিনি কাজ করতেন।
এ ঘটনায় ২০ ডিসেম্বর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আড়ংঘাটা থানায় মামলা করেন মিলনের স্ত্রী রেহানা বেগম। এ মামলায় গফুর মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আড়ংঘাটা থানার ওসি শাহাজান আহম্মেদ। তিনি বলেন, গফুর মোল্লা পলাতক ছিলেন। তাঁকে সাতক্ষীরা থেকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা আছে। তবে মিলন হত্যার বিষয়ে এখনো কিছু স্বীকার করেননি।
