মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৪ তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের ফের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৪, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে দ্বিতীয় দিনের মত মশাল মিছিল করেছে দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর মূল প্রবেশ পথ গাবতলীতে সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে ২২ নভেম্বর মিরপুর-১ এলাকায় মশাল মিছিল করে সাজুর সমর্থকরা। তবে প্রথম দিন মশাল মিছিলে তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও আজকের মিছিলে তুলিকে বয়কট করেছে মর্মে বক্তব্য দিয়েছে তারা।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মশাল মিছিলের পর এস এ সিদ্দিক সাজুকে বিএনপি থেকে শোকজ করা হয়। এস এ খালেকের ছেলে সাজু মশাল মিছিল প্রসঙ্গে বলেন, তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে এগুলো করছেন।

এছাড়াও ঢাকা-১৪ আসনের ১২৬ জন পদধারী নেতারা এস এ সিদ্দিক সাজুর প্রার্থিতা পুনর্বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।