ঝড়ো ব্যাটিংয়ের পথে মঈন আলী।
পয়েন্ট টেবিলের লড়াইয়ে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। ঢাকা জিতলে দুই দলের সমান পয়েন্ট হতো। সিলেটের লক্ষ্য ছিল ঘরের মাঠে পয়েন্ট বাড়িয়ে ঢাকায় ফেরা। দুই দেশি ক্রিকেটার পারভেজ ইমন ও আরিফুল ইসলাম এবং বিদেশি মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে ২০ রানের জয় পেয়েছে সিলেট। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে উঠেছে। ছয় ম্যাচে দুই জয়ে পাঁচে ঢাকা।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট। ওপেনিংয়ে নেমে পারভেজ ইমন ২৪ বলে ৩২ রান করেন। পাঁচ চারের শটের সঙ্গে একটি ছক্কা তোলেন তিনি। তাওফিক খান ২১ বলে ১৭ রান করে ৪৮ রানের ওপেনিং জুটি দেন।
তিনে নামা আরিফুল মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে ২৯ বলে ৩৮ রান করেন। চারটি চারের শট আসে তার ব্যাট থেকে। আজমতউল্লাহ ওমরজাই ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। তিন চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। মঈন আলী ৮ বলে তিন ছক্কা ও দুই চারে ২৮ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ৫.৫ ওভারে ৫৬ রানের ওপেনিং জুটিতে জয় পাওয়ার মতো শুরু এনে দেন ঢাকার রহমানুল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন। গুরবাজ ফিফটি তুলে নেন। আল মামুন ১১ বলে পাঁচ চারের শটে ২৪ রান করেন। গুরবাজ ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে ঢাকা। পাঁচে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ১৪ বলে ২২ রান যোগ করেন।
শেষ দিকে মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিমের ব্যর্থতায় হেরেছে ঢাকা। অধিনায়ক মিঠুন গুরুত্বপূর্ণ সময়ে ৮ বলে ৭ রান করেন। অপরাজিত থাকা সাব্বির ১৬ বলে দুই ছক্কায় ২৫ রান যোগ করেন। ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ ও সাইফউদ্দিন ৮ বলে ৮ রান করায় হেরেছে ঢাকা। সিলেটের হয়ে পাকিস্তানি বোলার সালমান ইরশাদ ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রেখেছেন।
