ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও বন্দর থানা এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার কিছুসংখ্যক নেতাকর্মী ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়। ছাত্রলীগের মিছিলের দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৎপর হয় পুলিশ।ভিডিওতে দেখা যায়, ভোরের হিমেল সকালে ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতাকর্মী ‘অবৈধ তপশিল, মানি না, মানব না’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অবৈধ রায় মানি না, মানব না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
নগরীর পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল নগরের ২ নম্বর গেট থেকে প্রবর্তক মোড় সড়কে করেই পালিয়ে যায়। কারা মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে আটক করতে অভিযান চলছে।
বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ বলেন, বন্দর থানাধীন কোন এলাকায় মিছিলটি হয়েছে তা শনাক্ত করার কাজ চলছে। কারা মিছিল করেছে তাদের খোঁজ করা হচ্ছে। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারপর প্রথমে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। তারপর থেকেই হঠাৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল শুরু করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তপশিল ঘোষণা করে কমিশন। তপশিল ঘোষণার পর এই প্রথম চট্টগ্রামে ঝটিকা মিছিল করল ছাত্রলীগ। এর আগে গত ১০ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়। গত ২৯ নভেম্বরও নগরের চটেশ্বরী সড়ক এলাকায় মিছিল করে।
