বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিলোত্তমার বুকে, কবি এম এইচ রশীদ   

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

তিলোত্তমার বুকে, কবি এম এইচ রশীদ

তিলোত্তমা তোমার বুকে বারুদের গন্ধ

তোমার প্রতিটি অঙ্গে, হায়েনার থাবা।

বুড়ী গঙ্গার কালো কুচকুচে জলে

রক্তের রক্তিম আভা।

রক্ত আগুনে জ্বলছে দেশ,

পুড়ছে মানুষ, হাসছে হায়েনার শাবক।

এবাউট টার্ন, রাইট টার্ন দলনেতা, গগনচুম্বী আহবান।

কান ঝালাপালা প্রতিদিন তারা,

দিচ্ছে ছবক নতুন দেশ।

গণপিটুনি তে মরছে মানুষ,

আদালত পাড়ায় বোবা কান্না।

হাসছে হায়েনার দল

মানবতার বুলি আওড়ায়

বেনিয়ার দল।

শহীদ যারা ফিরছে তারা,

কেউ করে না প্রতিবাদ।

রক্তচোষা মহাজন

সাদা আলখেল্লা নিয়ে করে প্রহসন।

খোদার সত্য বানী মান, করো না-কোনো হানাহানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।