বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে মামলা ও জড়িমানা করা হয়

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ঢাকা ময়মনসিংহ সড়কের ত্রিশাল বাসট্যান্ড এলাকায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ গাড়ি পার্কিং প্রতিরোধে উপজেলা প্রশাসন, ত্রিশাল থানা ও ট্র্যাফিক পুলিশের যৌথ অভিযানে পরিচালনা করা হয়েছে।

আজ ৪ জানুয়ারি রোববার পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), ত্রিশালের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ১০টি মামলায় মোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে, সড়কের দুপাশে অবস্থিত অবৈধ দোকানপাট তাৎক্ষণিক উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এ অভিযানে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ, ও ত্রিশাল ট্র্যাফিক পরিদর্শক, উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।