শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য মিশনে  *পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা এখন খালেকুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পদোন্নতির পরপরই বদলি বাণিজ্যকে বেছে নিয়েছে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। শুরুতেই বদলি ঘিরে দেখেছেন টাকা কামানোর অদ্ভুত মেশিন।গত মাসের ২৮ অক্টোবর ইং তারিখে দায়িত্ব পাওয়ার পরপরই প্রায় অর্ধশত প্রকৌশলীকে বদলি করেছেন তিনি।

পদে আসার আগে তিনি বিতর্কিত কর্মকাণ্ড, তদবির এবং বহুমাত্রিক অভিযোগের কারণে গণপূর্তের আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ পিএইচডি ডিগ্রি জালিয়াতি, বিদেশ ভ্রমণ ও চাকুরি, অনুপস্থিত থাকার কারণে এক বছরের বেতন আটকে রাখা,ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা কালেকশন এবং নগর পরিকল্পনায় নিরাপত্তা উদাসীনতাসহ একাধিক অভিযোগ। চলতি বছরের ৩০ ডিসেম্বর বর্তমান প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার অবসরে যাওয়ার পর, খালেকুজ্জামান চৌধুরী প্রধান প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হন। তার নিয়োগের পর গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে তিন শিবিরে বিভাজন দেখা দিয়েছে।

গণপূর্তের একাধিক কর্মকর্তাদের মতে, তিনি ইতোমধ্যেই সিন্ডিকেট ও তদবির কার্যক্রমকে সুসংগঠিত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।যা পরবর্তীতে গোটা অধিদপ্তর জুরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে খালেকুজ্জামান চৌধুরী ছাত্রজীবনে কুয়েট থেকে লেখাপড়া না করে বিভিন্ন তদবিরের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরে নিজের পদোন্নতির পথ তৈরি করেছিলেন।

গণপূর্ত সূত্রে জানা যায়, তিনি শিক্ষাজীবনে কুয়েট, চুয়েট ও রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে নিজের প্রভাব বাড়িয়েছেন। ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি জালিয়াতির ঘটনায় ধরা পড়লেও শাস্তি ভোগের পরিবর্তে পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রাইস পোস্টিং পান। সূত্রের দাবি অনুযায়ী, এরপর তিনি পুনরায় পদোন্নতির জন্য সক্রিয় হয়ে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক তদবির শুরু করেন।

২০১৫ সালে পাবনা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি নির্মাণের দরপত্র আহ্বান করেন। অভিযোগ রয়েছে, সেই সময় তিনি ঠিকাদারদের সঙ্গে শত কোটি টাকার লেনদেনের মাধ্যমে প্রভাবশালী সিন্ডিকেট তৈরি করেন।

ওই সময় অভিযোগের বিষয়টি সর্ব হলে, খালেকুজ্জামান চৌধুরী অস্ট্রেলিয়ায় অবসর ছুটি নিয়ে অনুপস্থিত ছিলেন। তার স্ত্রী ও সন্তান সেখানে থাকায় তিনি নিয়মিত যাতায়াত করে বিতর্কের জন্ম দিয়েছেন। সরকারি ছুটি এবং পিএইচডি নামের ছুটি ব্যবহার করে অনুমোদনবিহীনভাবে অস্ট্রেলিয়ায় চাকুরি করেন। দেশে ফিরে তার বিরুদ্ধে ডিজারশনের মামলা হওয়ার কথা ছিল। একাধিক সূত্রের দাবি, তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আছে। এ বিষয়টি তার বিদেশি সংযোগ এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

পদোন্নতি ও প্রশাসনিক সমর্থন : খালেকুজ্জামান চৌধুরী সাবেক পূর্তসচিব শহীদ উল্লা খন্দকারকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে নিজেকে ম্যানেজ করেন। তার পরিপ্রেক্ষিতে শহীদুল্লাহ খন্দকারের আশীর্বাদ ও প্রশাসনিক সমর্থন তাকে বিভিন্ন পদোন্নতি এনে দেয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, তার শাস্তি প্রত্যাহার বা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক সমর্থন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রক্রিয়ায় অন্যান্য কর্মকর্তাদের মতামত ও জ্যেষ্ঠতা প্রভাবিত হয়েছে।

ঠিকাদারি সিন্ডিকেট ও আর্থিক লেনদেন : খালেকুজ্জামান চৌধুরীর মূল অভিযোগের কেন্দ্রবিন্দু হলো ঠিকাদারি সিন্ডিকেট ও কোটি কোটি টাকার লেনদেন। তিনি বিভিন্ন ওয়ার্কিং ডিভিশনে নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের মাধ্যমে কালেকশন পরিচালনা করেন। সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বদরুল আলমের মাধ্যমে তিনি প্রিয় ঠিকাদারদের কাজ পাইয়ে দেন। এছাড়া, বিদেশে টাকা হুন্ডির মাধ্যমে পাঠানোর অভিযোগও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। এর ফলে, প্রধান প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তিনি ইতোমধ্যেই সিন্ডিকেট ও আর্থিক লেনদেনের কার্যক্রমকে সুসংহত করেছেন।

নগর পরিকল্পনা ও নিরাপত্তা উদাসীনতা : ২০২৪ সালের শুরুতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান এবং আরও ১৩ জন দগ্ধ হন। অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালে খালেকুজ্জামান চৌধুরী রাজউকের অথরাইজড অফিসার হিসেবে ভবনের নকশার অনুমোদন দেন। ভবনের জরুরি বহির্গমন ব্যবস্থা ছিল না, সিঁড়ি অত্যন্ত সরু ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা অভাবপূর্ণ ছিল। এই ঘটনায় জনমনে প্রশ্ন ওঠে, অনুমোদন প্রক্রিয়া ঠিকমতো অনুসরণ করা হয়েছিল কি না। রাজউক সূত্রে জানা যায়, তিনি ভবন অনুমোদনের সময় নির্দেশিকা ও নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করেননি। এরপরেও তার বিরুদ্ধে কোনো বড় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব ও প্রশাসনিক প্রভাব প্রধান প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর খালেকুজ্জামান চৌধুরীর প্রশাসনিক প্রভাব আরও দৃঢ় হয়েছে। কর্মকর্তাদের মধ্যে তিন শিবিরে বিভাজন দেখা দিয়েছে।

সূত্রের দাবি অনুযায়ী, তিনি ইতোমধ্যেই ঠিকাদার ও কর্মকর্তাদের সঙ্গে তদবির এবং সিন্ডিকেট কার্যক্রম সুসংহত করেছেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগের সুবিধা ও প্রভাব তার নিয়ন্ত্রণে এসেছে। নগর উন্নয়ন, নিরাপত্তা, এবং সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে তার পদক্ষেপ সরাসরি দেশের উন্নয়ন প্রকল্প ও আর্থিক স্বচ্ছতায় প্রভাব ফেলছে।

১. পদোন্নতি ও তদবির : খালেকুজ্জামানের ক্ষেত্রে দেখা যায়, শাস্তি সত্ত্বেও পদোন্নতি ও প্রাইস পোস্টিংয়ের কৌশল প্রয়োগ হয়েছে।

২. আর্থিক লেনদেন ও সিন্ডিকেট : তার সিন্ডিকেট ও কোটি কোটি টাকার লেনদেন প্রশাসনিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক।

৩. নগর নিরাপত্তা : গ্রিন কোজি কটেজ অগ্নিকাণ্ড প্রমাণ দেয় যে, বড় প্রকল্পের নিরাপত্তা তদারকিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

৪. আন্তর্জাতিক সংযোগ : অস্ট্রেলিয়ায় তার অবস্থান ও নাগরিকত্ব বিদেশি লেনদেনের প্রভাবকে প্রমাণিত করে।

৫. প্রশাসনিক সমর্থন : সাবেক সচিব ও মন্ত্রণালয় স্তরের সমর্থনের মাধ্যমে তার পদোন্নতি ও প্রভাব শক্তিশালী হয়েছে।

খালেকুজ্জামান চৌধুরী বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পালন করছেন। তার নিয়োগের পরেই কর্মকর্তাদের মধ্যে তিন শিবিরে বিভাজন দেখা দিয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, তিনি ইতোমধ্যেই সিন্ডিকেট, তদবির এবং আর্থিক লেনদেনের কার্যক্রম সুসংহত করেছেন। তার কার্যক্রমের ফলে নগর নিরাপত্তা, প্রকল্প অনুমোদন এবং সরকারি আর্থিক স্বচ্ছতা সরাসরি প্রভাবিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান প্রকৌশলী হিসেবে তার পদক্ষেপ দেশের উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে, সরকারি পদে নিয়োগ ও প্রশাসনিক সমর্থন কেবল যোগ্যতা নয়, বরং রাজনৈতিক ও আর্থিক প্রভাবও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণপূর্ত অধিদপ্তরের নতুন নেতৃত্বের দায়িত্ব ও প্রভাব দেশের অবকাঠামোগত উন্নয়ন, নগর নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বচ্ছতার জন্য পরীক্ষার মুখে রয়েছে।

স্মারক নম্বর-২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৭.১১-১৪২৮ তারিখ ঃ ০৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৭ জনকে বদলি তাদের নাম-

সৈয়দ ইসকান্দার আলী নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ, ময়মনসিংহ। থেকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-৬, ঢাকা।

জুবায়ের বিন হায়দার নির্বাহী প্রকৌশলী (ই/এম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম পিএন্ডডি) এর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ, সিলেট এ পদায়নকৃত। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) পণপূর্ত ই/এম কাঠের কারখানা বিভাগ, ঢাকা।

নাজমুল আলম রববানী নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-১১, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম পিএন্ডডি) এর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

মোঃ শরিফুল ইসলাম নির্বাহী প্রকৌশলী (ই/এম) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-১১, ঢাকা।

মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাহী প্রকৌশলী (ই/এম) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত ই/এম জোন, ঢাকা এর সাথে সংযুক্ত। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-১০, ঢাকা।

জনাব মোহাম্মদ তরিকুল আলম নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-৬, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) এর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

জনাব রুবাইয়াত ইসলাম নির্বাহী প্রকৌশলী (ই/এম) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম কারখানা বিভাগ, ঢাকা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১১, তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে

রাজন চক্রবর্তী, সহকারী প্রকৌশলী (সিভিল), রিজার্ভ, গণপূর্ত অধিপদপ্তর, ঢাকা।সংযুক্ত জনসংখ্যা প্রকল্প কোষ ইউনিট। তাকে সহকারী প্রকৌশলী (সিভিল) নোয়াখালী গণপূর্ত বিভাগ, নোয়াখালী বদলি

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৩, তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৩ জনকে বদলি

১. জনাব এ.এস.এম. সাখাওয়াত ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৬, ঢাকা। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-২, গাজীপুর।

২. জনাব তানজিনা আফরিন জাহান উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) তদন্ত কোষ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

৩. জনাব রিয়াদুস সালেহীন সাদী উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) তদন্ত কোষ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৬, ঢাকা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৫, তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি

১. জনাব আশরাফ-উল আলম উপ-বিভাগীয় প্রকৌশলী, বরিশাল গণপূর্ত উপ-বিভাগ, বরিশাল। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী মাদারীপুর গণপূর্ত উপ-বিভাগ, মাদারীপুর।

জনাব এম.কে.এম. নুরুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী, ঠাকুরগাঁও গণপূর্ত উপ-বিভাগ-১, ঠাকুরগাঁও। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী পঞ্চগড় গণপূর্ত উপ-বিভাগ, পঞ্চগড়।

৩.জনাব মোঃ দেলওয়ার মাহাফুজ সোহাগ, উপ-বিভাগীয় প্রকৌশলী, ফুলবাড়ী গণপূর্ত উপ-বিভাগ, দিনাজপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী দিনাজপুর গণপূর্ত উপ-বিভাগ-১, দিনাজপুর।

৪. জনাব ইজাজ আহমেদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী, গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-২, গাজীপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৯, ঢাকা।

৫. জনাব মোঃ তানজিল ইসলাম ভূইয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) চাঁদপুর গণপূর্ত উপ-বিভাগ, চাঁদপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ইডেন ভবন গণপূর্ত উপ-বিভাগ-১, ঢাকা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৪ , তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৩ জনকে বদলি

১. জনাব মোঃ ইমরান বিন কালাম উপ-বিভাগীয় প্রকৌশলী, রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত পেকু উপ-বিভাগ, ঢাকা।

২. জনাব কামরুন নাহার, উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত পেকু উপ-বিভাগ, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত পেকু উপ-বিভাগ, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর।

৩. জনাব মোঃ আলী হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী, রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী, রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত প্রকিউরমেন্ট ইউনিট, ঢাকা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৬ , তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি

১. জনাব মোঃ রাজু মল্লিক উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মানিকগঞ্জ গণপূর্ত উপ-বিভাগ-২, মানিকগঞ্জ। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মতিঝিল গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা।

২. জনাব মোঃ হাদিসুর রহমান উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) বরগুনা গণপূর্ত উপ-বিভাগ, বরগুনা। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) বরিশাল গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল।

৩. জনাব মোঃ কামাল হোসেন হাং, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) বরিশাল গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ঝালকাঠি গণপূর্ত উপ-বিভাগ, ঝালকাঠি।

৪. জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম খান, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মতিঝিল গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা। উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মানিকগঞ্জ গণপূর্ত উপ-বিভাগ-২, মানিকগঞ্জ।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১২ , তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৭ জনকে বদলি

১। জনাব মোঃ মিজানুর রহমান নির্বাহী প্রকৌশলী নওগাঁ গণপূর্ত বিভাগ, নওগাঁ। থেকে নির্বাহী প্রকৌশলী রাজশাহী গণপূর্ত বিভাগ-২, রাজশাহী।

২। জনাব মোঃ আজমুল হক নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পওবিপ্র) এর স্টাফ অফিসার গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

৩। জনাব মোঃ মিজানুর রহমান নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ জনসংখ্যা প্রকল্প কোষ (পিপিসি) ইউনিট। থেকে নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত উন্নয়ন উইং।

৪। জনাব মোঃ হারুন অর রশিদ নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী নওগাঁ গণপূর্ত বিভাগ, নওগাঁ।

৫। জনাব এস.এম. তৌহিদুল ইসলাম নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী রাজবাড়ি গণপূর্ত বিভাগ, রাজবাড়ি।

৬। জনাব মোঃ আবিল আয়াম নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী ভোলা গণপূর্ত বিভাগ, ভোলা।

৭। জনাব মোঃ শহীদুল ইসলাম নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত উন্নয়ন উইং। নির্বাহী প্রকৌশলী পিরোজপুর গণপূর্ত বিভাগ, পিরোজপুর।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫৩০ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি

১। জনাব মোঃ জাহিদুল ইসলাম খান নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত বিশেষ ডিজাইন ইউনিট, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ডিজাইন বিভাগ-৮, ঢাকা।

২। জনাব মোঃ কামরুল ইসলাম খান নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) সমন্বয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

৩। জনাব মোহাম্মদ ফতেহ আজম খান নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত বিশেষ ডিজাইন ইউনিট-২, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) গণপূর্ত ডিজাইন বিভাগ-৭, ঢাকা।

৪। জনাব এ.কে.এম তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) সমন্বয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫৩১ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি

১. জনাব এ.বি.এম. আশরাফুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী, ময়মনসিংহ গণপূর্ত উপ-বিভাগ, ময়মনসিংহ। থেেক উপ-বিভাগীয় প্রকৌশলী মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা।

২. জনাব উৎপল পোদ্দার উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব), ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৩, ঢাকা। থেেক উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) চাঁদপুর গণপূর্ত উপ-বিভাগ, চাঁদপুর।

৩. জনাব আনোয়ার হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব), শেরপুর গণপূর্ত উপ-বিভাগ, শেরপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ময়মনসিংহ গণপূর্ত উপ-বিভাগ, ময়মনসিংহ।

৪. জনাব শেখ আরেফিন নূর, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ঝিনাইদহ গণপূর্ত উপ-বিভাগ, ঝিনাইদহ। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৩, ঢাকা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫২৯ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১ জনকে বদলি

জনাব মোঃ মোফাজ্জল হোসেন. (সহকারী প্রকৌশলী) সিভিল ময়মনসিংহ গণপূর্ত সার্কেল, ময়মনসিংহ। থেকে সহকারী প্রকৌশলী (সিভিল) বরগুনা গণপূর্ত বিভাগ, বরগুনা।

আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫২৮ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১ জনকে বদলি

জনাব উম্মে নায়ার সুলতানা, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্ত ঃ গণপূর্ত প্রকিউরমেন্ট ইউনিট। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডিজাইন) এর স্টাফ অফিসার গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ