শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিপুকে হত্যার ঘটনায় আরও ৬ আসামি গ্রেফতার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গার্মেন্টসকর্মী দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৬ আসামি গ্রেফতার। ছবি: সমতল মাতৃভূমি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) পিটিয়ে হত্যার পর বিবস্ত্র করে লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িত ঘটনায় আরও ৬ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। দিপু হত্যার ঘটনায় এ নিয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ৬ জন দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮) নোয়াখালীর সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত ৬ আসামি ফ্যাক্টরির ভেতরে উপস্থিত কর্মচারীদের উসকানি,স্লোগান দিয়ে ফ্যাক্টরির বাইরে ছড়িয়ে দেয় এবং দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে চাপ সৃষ্টি করে। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপুকে মারধর করে কারখানার শ্রমিকরা। পরে তাকে কারখানার বাইরে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় সহকর্মীরা। এ সময় উত্তেজিত জনতা দিপু দাসকে পিটিয়ে হত্যার পর উলঙ্গ করে লাশ গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছে অর্ধপোড়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

এ ঘটনায় ১৯ ডিসেম্বর বিকালে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের

করে। মামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালুকা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১৮ জনকে গ্রেফতার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।